মালায়েশিয়ায় দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় ছিল তারা আবার প্রধান মন্ত্রীর পদটি পেতে চলেছে। তারা ২০১৮ সালে এ্ পদটি হারায়। আজ বৃহষ্পতিবার দলটির বিধায়কদের রাজ প্রাসাদে ডেকে পাঠানো হয়েছে এটা নিশ্চিত করতে যে এই পদে আসীন হবার জন্য তাদের প্রার্থির পর্যাপ্ত সমর্থন রয়েছে।
প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে প্রথানমন্ত্রী পদে বেছে নিলে , কার্যত মহিউদ্দিন ইয়াসিনের ক্ষমতাসীন জোটই আবার ক্ষমতায় ফিরে আসবে। জোটের ভেতরের দ্বন্দ্বের কারণ ইয়াসিন সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারানোর পর সোমবার পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রী পদে ইসমাইলের নিযুক্তিতে ইউনাইটেড মালায়েজ ন্যাশনাল অর্গেনাইজেশনের (UMNO) ক্ষমতায় প্রত্যবর্তন ঘটবে যারা ১৯৫৭ সালে দেশটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। ২০১৮ সালে কোটি কোটি ডলারের আর্থিক কেলেংকারির কারণে দলটিকে ক্ষমতাচ্যূত করা হয়।
৬১ বছর বয়সী ইসমাইল যিনি বর্তমানে UMNO’ র ভাইস প্রেসিডেন্ট , তাঁর পেছনে মনে করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে। দলটির মহাসচিব আহমাদ মাসলান টুইট করেন যে UMNO এবং জোটের অন্যান্য দলের সদস্যদের যারা ইসমাইলকে সমর্থন করেন তাদের সুলতান আব্দুল্লাহ সুলতান আহমাদ শাহ ডেকে পাঠিয়েছেন। মালায়েশিয়ায় রাজাচর ভূমিকা প্রধানত আনুষ্ঠানিক তবে তিনি তাকেই প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে থাকেন যাকে তিনি মনে করেন সংসদে প্রধানমন্ত্রী হিসেবে সংখ্যাগরিষ্ঠের সমর্থন তাঁর রয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ইসমাইল ১১৪ টি ভোট পেয়েছেন । প্রধানমন্ত্রী হবার জন্য ১১১টি ভোটের প্রয়োজন।