অ্যাকসেসিবিলিটি লিংক

মালদ্বীপে ফিরতি নির্বাচন স্থগিত


মালদ্বীপের সুপ্রীম কোর্ট রোববারের পরিকল্পিত ফিরতি নির্বাচন স্থগিত করার নির্দেশ দিয়েছে। আগের দিন প্রাক্তন প্রেসিডেণ্ট মোহামেদ নাশিদ নির্বাচনের প্রথম দফায় জয়লাভ করেন।
পরাজিত প্রার্থী তার দলের রাজনৈতিক কারণে ফিরতি নির্বাচন বিলম্বিত করার আবেদন জানানোর পর আদা্লত ঐ রায় দেয়। আদালত ১৬ই নভেম্বর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেছে।

মিঃ নাশিদ, বন্দুকের মুখে ২০১২ সালে পদত্যাগে বাধ্য হন। তিনি রোববার আদালতের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তিনি যাতে ক্ষমতায় ফিরতে না পারেন সেজন্যে ফিরতি নির্বাচন বিলম্বিত করা হলো। তিনি আবারো দাবী জানান, যেন বর্তমান প্রেসিডেণ্ট ক্ষমতা থেকে সড়ে দাঁড়ান, এবং সংসদের স্পীকার তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব হাতে নেন এবং ফিরতি নির্বাচন পরিচালনা করেন।

এই বিলম্বের ফলে দেশে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে কারণ, নভেম্বরের ১১ তারিখ নতুন প্রেসিডেণ্টের শপথ গ্রহণ করার কথা।
XS
SM
MD
LG