অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের জঙ্গি বিমান বহর মালির শহরে বোমা ফেলেছে


ফ্রান্সের জঙ্গি বিমান বহর , ইসলামপন্থি উগ্রবাদীদের কব্জা করা মালির একটি শহরে বোমা ফেলেছে । ইতিমধ্যে ঐ উগ্রবাদীদের দলের ওপর চড়াও হতে আরো সৈন্য এখন অগ্রাভিযানের প্রস্তুতি নিচ্ছে । প্রত্যক্ষদর্শিরা বলছেন – ফ্রান্সের ঐ বিমান বহর মালির রাজধানী বামাকোর ৪ শ’ কিলোমিটার উত্তর প্রান্তে , ডিয়াবেলীর ওপর চড়াও হয় রাতের বেলায় – ইসলামপন্থী লড়াকূরা শহরটি কব্জা করবার মাত্রই ঘন্টা কয়েক পর ।
ফ্রান্সের প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা বলছেন মালিতে নিযুক্ত ফরাসী বাহিনীর সৈন্য সংখ্যা এই মুহুর্তে যেটা কিনা সাড়ে সাত শ’ , সেটারই কলেবর বৃদ্ধি করে করা হবে আড়াই হাজার ক্রমে ক্রমে । এবং নাইজিরিয়া আজ মঙ্গলবারে বলেছে – তারাও মালিতে তাদের প্রথম সেনাদল মোতায়েন করবে পরবর্তী ২৪ ঘন্টার ভেতরেই ।
আফ্রিকী রাষ্ট্রসমুহের অর্থনৈতিক গোষ্ঠী ইকোয়াসের কমিউনিকেশান্স ডিরেক্টর সোনী ইউগো ভয়েস অফ এ্যামেরিকাকে জানান – ইকোয়াস সদস্যরা জরূরী ভিত্তিক এ প্রয়োজনের কথাটা সম্যক অনুধাবন করছেন এখন ।
XS
SM
MD
LG