অ্যাকসেসিবিলিটি লিংক

মালীতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত আহত ৩০ 


মালীর উত্তর পূর্বাঞ্চলের কিদাল শহরে শুক্রবার সন্দেহ ভাজন ইসলামিক জঙ্গিরা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে আক্রমণ চালায়। ঐ হামলায় অন্তত তিনজন সদস্য নিহত হন এবং আরও ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় খরবে বলা হচ্ছে যে জাতি সংঘের বিশেষ মিশন মিনুসমার ঘাঁটিতে শুক্রবার ভোরে দিকে বন্দুক এবং মর্টারের গুলির আওয়াজ পাওয়া যায়।

শুক্রবার ভোরের দিকে ঐ হামলা শুরু হয়। শান্তিরক্ষী মিশনের একটি সূত্র ফরাসী সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে ঐ আক্রমণে ২ জন শান্তিরক্ষী বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ মিশনে, গিনির এক সদস্য সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে নিহত দুই সদস্য ছিলেন গিনির।

অজ্ঞাত পরিচিত বিদ্রোহীরা টিম্বাকটুর একটি পুলিশ ঘাঁটি সাময়িক ভাবে দখল করে নেওয়ার এক সপ্তাহ পর এই আক্রমনের ঘটনা ঘটল।

XS
SM
MD
LG