পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার ক্ষমতায় এসে বণিকসভাগুলির কর্তাদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বললেন রাজ্যে জমি নিয়ে কোনও জটিলতা নেই। রয়েছে শিল্পবান্ধব পরিবেশ। কোথাও কোনও সমস্যা হলে দ্রুত জানান। বোঝালেন, শিল্প ও কর্মসংস্থানকেই এ বার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাঁর সরকার।এ জন্য সরকার যে কতটা মরিয়া, কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে, সেই ইঙ্গিত ই ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত বণিকসভার প্রতিনিধিরাই। তাঁদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, গাড়ি ও উৎপাদন শিল্পে এ বার বিশেষ জোর দিচ্ছে তাঁর সরকার। বনিক সভার মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের কর-ব্যবস্থার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, করের বোঝায় সঙ্কটের মুখে পড়েছেন শিল্পপতিরা।শিল্প-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে কর-ব্যবস্থার সরলীকরণের পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী।একই সাথে মুখ্যমন্ত্রী বলেন, আলাদা-আলাদা করের বদলে একটাই কর চালু হোক। এই কারণেই তার সরকার পণ্য পরিষেবা কর বা জিএসটির পক্ষে সওয়াল করছেন।