অ্যাকসেসিবিলিটি লিংক

নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আপামর বাঙালি আবেগে উচ্ছ্বসিত হয়ে ওঠে


নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আপামর বাঙালি আবেগে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এবার তাকে মূলধন করেই ভোটের বাজারে নেমে পড়েছে বিজেপি। আজ শনিবার ২৩শে জানুয়ারি সারা ভারতে বিজেপি নেতাজির জন্মদিবস পালন করতে উৎসাহের সঙ্গে লেগে পড়েছে‌। আজ কলকাতায় এই উপলক্ষে এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে বিমান থেকে নেমে রেসকোর্স ময়দান পর্যন্ত তিনি আসেন হেলিকপ্টারে, তার পর তাঁর মোটর কনভয় হঠাৎই চলে যায় নেতাজি ভবনে। এলগিন রোডের ওই বাড়ি থেকেই গৃহবন্দি নেতাজি পুলিশের চোখ এড়িয়ে ছদ্মবেশে বিদেশে পালিয়ে গিয়েছিলেন। তারপর থেকে দেশের মাটিতে আর তাঁর পা পড়েনি। প্রধানমন্ত্রীকে নেতাজি ভবনে স্বাগত জানানো হলেও অনুরোধ করা হয়েছিল, তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসুন, রাজনৈতিক নেতা হিসেবে নয় এবং তাঁর সঙ্গে যেন বিজেপির আর কোনও নেতা ভেতরে না যান। সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গী বিজেপি নেতারা নেতাজি ভবনের বাইরে দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন।

সরাসরি লিংক

মোদি নেতাজি ভবনে কিছু ছবি ও স্মারক দেখে চলে যান ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানে মিনিট পনেরো কাটিয়ে নেতাজির লেখা কিছু বই এবং নেতাজি সংক্রান্ত কিছু বই দেখে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে নেতাজির উপর একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। তার পর ভিক্টোরিয়া মেমোরিয়ালের বারান্দা থেকে তিনি বক্তৃতা দেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁকে যখন বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়, দর্শকদের ভেতর থেকে সজোর ধ্বনি ওঠে জয় শ্রীরাম। মমতা তাতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন, এটা একটা সরকারি অনুষ্ঠান। দলীয় অনুষ্ঠান নয় এবং আমি আমন্ত্রিত হয়ে এখানে এসেছি বক্তৃতা দেওয়ার জন্য। আপনারা আমন্ত্রিত অতিথিকে এভাবে অপমান করলেন, যার প্রতিবাদে আমি আজ কিছুই বলব না। এই বলে তিনি জয় হিন্দ আর জয় বাংলা ধ্বনি দিয়ে প্রধানমন্ত্রী মোদির পাশে তাঁর নির্ধারিত চেয়ারে গিয়ে বসে পড়েন। মোদি তাঁর বক্তৃতায় বলেন, দেশের বীর সন্তান নেতাজিকে সম্মান জানানোর জন্য তাঁর শহরে আসতে পেরে আমি গর্বিত বোধ করছি। আজকের দিনটিকে আমরা 'পরাক্রম দিবস' অর্থাৎ বীরত্বের দিন হিসেবে চিহ্নিত করেছি। আন্দামান দ্বীপপুঞ্জকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে চিহ্নিত করেছি। প্রধানমন্ত্রী নেতাজি সম্পর্কে আরও অনেক কিছু বলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির তালিকা নিয়ে তিনি কিছু বলেননি।

XS
SM
MD
LG