অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেন প্রযুক্তি কম্পানিগুলোর সাহায্য নিচ্ছে


맨체스터 폭탄 테러 현장에 놓인 조화들(자료사진)
맨체스터 폭탄 테러 현장에 놓인 조화들(자료사진)

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সম্প্রতি ম্যানচেষ্টার আক্রমণের প্রেক্ষিতে, ইন্টারনেট কম্পানিগুলো এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনেক বেশী সহায়ক হচ্ছে।

রবিবার ব্রিটিশ টেলিভিশনে এক সাক্ষাৎকারে অ্যামবার রাড বলেন সন্দেহভাজন সন্ত্রাসীদের গোপন বার্তা সংগ্রহের ব্যাপারে, প্রযুক্তি কম্পানিগুলোর সঙ্গে কাজে ব্রিটেন অগ্রগতি সাধন করছে।

তিনি আরও বলেন একটা বিষয়ে তিনি উদ্বিগ্ন তা হচ্ছে ইন্টারনেট কম্পানি গুলো এখনও বর্ণবাদী ঘৃণাজনিত প্রকাশনা প্রকাশ করছে। ওই সব প্রকাশনা দেশে লোকজনকে উগ্রবাদী করতে সাহায্য করে।

ম্যানচেষ্টার এ শনিবার, স্থানীয় বেশ কয়েকটি সঙ্গীতগোষ্ঠি অনুষ্ঠান করে এবং তাতে ৫০ হাজার দর্শক যোগ দেয়। সোমবার ম্যানচেষ্টার এরিনায়য় আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর ওই শহরে এটিই ছিল সব চাইতে বড় সঙ্গীতানুষ্ঠান।

এর আগে শনিবার ব্রিটেনে সন্ত্রাসবাদের হুমকির মাত্রা “সংকটপূর্ণ” থেকে কমিয়ে “কঠোর” বলে উল্লেখ করা হয়।

XS
SM
MD
LG