অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে  চার সন্দেহভাজন মাওবাদী গ্রেপ্তার


maoist arrest
maoist arrest

পশ্চিমবঙ্গে ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদীরা, সম্প্রতিক সময়ে একাধিকবার এমনই সতর্কবার্তা দিয়েছেন রাজ্য গোয়েন্দারা। এবার সেই আশঙ্কা সত্যি হলো , রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে গ্রেপ্তার হল চার সন্দেহভাজন মাওবাদী। ধৃতদের জেরা করছে পুলিশ বলেই রাজ্য প্রশাসন সূত্রের খবর।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসন সূত্রের খবর মাওবাদী সন্দেহে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সব্যসাচী গোস্বামী সঞ্জীব মজুমদার, অর্কদ্বীপ গোস্বামী ও টিপু সুলতান নামের চার ব্যক্তি কে । গোপন সূত্রে সংশ্লিষ্ট জেলার কাঞ্জিমাকলি ফুটবল গ্রাউন্ডের পাশের জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পায় পুলিশ। তারপর দ্রুত অভিযানের ছক তৈরি করে ফেলে গোয়ালতোড় থানার পুলিশ। জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় চার সন্দেহভাজন মাওবাদীকে। ধৃতদের কাছ থেকে নকশাল পন্থার বেশ কিছু বই ও নথি উদ্ধার করা হয়েছে। এই অভিযানকে বড়সড় সাফল্য বলেই মনে করছে রাজ্য প্রশাসন । উল্লেখ করা যেতে পারে কয়েকদিন আগেই রাজ্যে নকশালদের শক্তিবৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য গোয়েন্দা দপ্তর এবং গত আগস্ট মাসে আসানসোল থেকে সিআইডি-র জালে ধরা পড়ে বিহার পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী টাইগার। রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলনের নেপথ্যেও মাওবাদীদের হাত রয়েছে বলেও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত মাওবাদী নেতা কিষেনজির মৃত্যুর পর রাজ্যের জঙ্গলমহলে জমি হারায় মাওবাদীরা। এবার হারানো জমি উদ্ধার করতেই ফের চেষ্টা চালাচ্ছে মাওবাদীরা।

পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।

XS
SM
MD
LG