অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের হিমাচল প্রদেশের গাঁজার চাষ বন্ধ


মারিজুয়ানা বা গাঁজার কুড়ি চেপে চেপে রস বের করতে করতে করতে হাতের রং কালো হয়ে যায় এক রমনীর। ভারতের হিমাচল প্রদেশের মালানা এলাকার প্রত্যন্ত গ্রামে বসে সে গাঁজা তৈরী করছিল। গোরি নামের ৮০ বছর বয়সী ঐ নারী পরে পুলিশের অভিযানে ধরা পড়ে।

কেনো সে এই কাজ করতে সে প্রশ্নে গোরি বলেছে, “এই এলাকায় অন্য কোনো কিছু উৎপাদন হয় না। কি করবো। তাই এই কাজ করি”।

মালানা গ্রামটি শত শত বছর ধরে নিজস্ব শাসনে চলে আসছে। এখন পুলিশ তাদের গাজার খেত ধ্ধংস করে দিচ্ছে। স্থানীয় আইন প্রণেতা মহেশ্বর সিং এ প্রসঙ্গে বলেন।

“ভারতীয় সরকার একটি নীতিমালা হাতে নিয়েছে যার আওতায় এই অঞ্চলের মানুষদের বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে।

ক্যানাবিস হচ্ছে ঐ অঞ্চলের প্রাচীনতম ফসলের একটি। এ থেকেই গাঁজা তৈরী হয়। স্থানীয় গ্রামবাসীরা বলছেন কি আর করা যা কপালে আছে তাই হবে।

XS
SM
MD
LG