অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেলকে ২০১৫ সালের পার্সন অব দা ইয়ার ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন


জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেলকে ২০১৫ সালের পার্সন অব দা ইয়ার ঘোষণঅ করেছে টাইম ম্যাগাজিন।

সিরিয়ান শরনার্থী সংকট, গ্রীসের বেইলাউট চুক্তি, ইউরোপীয়ন ইউনিয়নের মুদ্রা সংক্রান্ত সমস্যা এবং ইউক্রেনের রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাসহ নানা বিষয়ে তার দক্ষ নের্তৃত্বের কারনে তাকে পার্সন অব দা ইয়ার খেতাব দেয়া হল।

টাইম ম্যাগাজিনে বলা হয়, মার্কেল ইউরোপের সকল বড় সংকটে দারুনভাবে হস্তক্ষেপ করছেন। টাইম সম্পাদক ন্যান্সী গিবস লিখেছেন, “নেতারা তখনই পরীক্ষিত হন যখন মানুষ আর তাদের কথা শুনতে চান না” এবং মার্কেল সেই পরীক্ষায় পাশ করেছেন।

দশ বছর আগে এ্যাঙ্গেলা মার্কেল জার্মানীর প্রথম নারী চ্যাএন্সলর নির্বাচিত হন।

XS
SM
MD
LG