অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলগ্রহ ভেজা বলে অনুমান করছেন বিজ্ঞানীরা, গ্রহটিতে ক্ষুদ্র জীবনের সন্ধান মিলতে পারে


আগে যেমন ভাবা হয়েছে মঙ্গলগ্রহ তার চেয়ে ভেজা বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। রেড প্ল্যানেট খ্যাত গ্রহটিতে ক্ষুদ্র জীবনের সন্ধান মিলতে পারে বলেও ধারনা।

মঙ্গলগ্রহ পর্যবেক্ষন যানের সরবরাহকৃত তথ্য থেকে গবেষণা করে গবেষকরা বলছেন সেখানে লেক অথবা ঝর্ণা ছিল। কোটি কোটি বছরের গ্রহটির পরিবেশের নানা বিবর্তন হয়েছে।

ওয়াশিংটনের স্মিথসনিয়ান ইনস্টিটিউটের শ্রারন উইলসন বলেন সেখানে পাহাড় এবং লেকের অস্তিত্ব মিলেছে। গ্রহটির উত্তরাংশের এ্যারাবিয়া টেরা নাম দেয়া স্থানের তথ্য থেকে এসব মন্তব্য করেছেন বিজ্ঞানীরা।

XS
SM
MD
LG