আফগান সামরিক ঘাঁটিতে তালেবান আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও নেটোর শীর্ষ কর্মকর্তারা, এই খবর বাতিল করছেন না যে রাশিয়া বিদ্রোহী গ্রুপকে অস্ত্র দিচ্ছে।
আমেরিকার General John Nicholson হচ্ছেন আফগানিস্তানে আন্তর্জাতিক স্থল বাহিনীর কম্যান্ডার।
তিনি বলেন আমরা অব্যাহত ভাবে এই সহায়তার খবর পাচ্ছি।
সোমবার কাবুলে তিনি ওই মন্তব্য করেন। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। ম্যাটিস, কাতার ও জিবুতির পর আফগানিস্তানে অঘোষিত এক সফরে যান।
ম্যাটিস উল্লেখ করেন যে রাশিয়া, যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার ওই দেশ সহ কয়েকটি ক্ষেত্রে কলাকৌশলগত ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে।
তিনি সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কূটনীতিতে সংশ্লিষ্ট থাকবে কিন্তু তারা যদি আন্তর্জাতিক আইন বিরোধী কিছু করে তাহলে আমেরিকাকে রাশিয়ার মুখোমুখি হতে হবে।