অ্যাকসেসিবিলিটি লিংক

জনগণকে এক বিপর্যয় মোকাবেলা করতে মরিশাসের প্রধানমন্ত্রীর আবেদন 


মরিশাসের প্রধানমন্ত্রী, প্রভিন্দ জগন্নাথ দেশবাসীকে এক সংকট মোকাবেলায় প্রস্তুত থাকবার আবেদন জানিয়েছেন I জাপানের বিপন্ন ট্যাংকার থেকে ১০০০ মেট্রিক টন তেল নিঃসরণের কারণে মরিশাসের উপকূলীয় জলসীমা ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে I আবহাওয়াবিদরা যে পরিস্থিতিকে মারণাত্মক বলে উল্লেখ করেছেন I

জাহাজটি থেকে তেল চুঁয়ে পড়া আপাততঃ বন্ধ হয়েছে, তবে অন্য ঝুঁকির মুখে এখন জাহাজটি, কারণ উদ্ধাকারী দল জাহাজটির কয়েক জায়গায় ফাটল লক্ষ্য করেছেন I যার অর্থ, জাহাজটি কয়েক টুকরো হয়ে যেতে পারে I এবং বাদবাকি ৩০০০ টন তেল সাগরের জলে মিশে যেতে পারে I

জাহাজের মালিক, মরিশাসের কাছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন এবং সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন I জাপানের পরররাষ্ট্র দপ্তর ও ফরাসি সরকারের উদ্ধার ও সহায়তাকরি জাহাজগুলি এখন মরিশাসের পথে রয়েছে I

XS
SM
MD
LG