অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ প্রধানমন্ত্রীর দাবি : সিরিয়ায় অভিযানের লক্ষ্য আইসিসকে পরাস্ত করা


Turkmenistan Medvedev
Turkmenistan Medvedev

আজ শনিবার রাশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন যে সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখা নয় তার নিজের জাতীয় স্বার্থ রক্ষা করা , এবং কথিত ইসলামিক স্টেটকে পরাস্ত করা।

রোসিয়া টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্যমিত্রি মেদভেদেভ বলেন যে সিরিয়ায় কে নের্তৃত্ব দিচ্ছে সেটা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ন নয়, যদি না সেটা আইসিস হয়। তিনি বলেন সেখানে থাকতে হবে একটি সভ্য ও বৈধ সরকার।

মেদভেদেভ আরও বলেন যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোর উচিৎ হবে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এর একদিন আগেই অন্য এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র , রাশিয়া ও সিরিয়ার সঙ্গে আলোচনায় অস্বীকৃতি জানানোর বিষয়টির সমালোচনা করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী । তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানকে তাঁর কথায় বোকামি বলে অভিহিত করেন এবং বলেন যে যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটের বিমান অভিযানের কার্যকারিতা , তাঁর কথায় প্রায় শূণ্য।

অন্য আরেক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রক আজ বলেছে যে গত ২৪ ঘন্টায় তাদের বিমান বাহিনী সিরিয়ায় ৩৬ বার অভিযান চালিয়েছে এবং হামা , ইদলিব , লাতাকিয়া , দামেস্ক ও আলেপ্পো এলাকায় স্বঘোষিত ইসলামিক স্টেটের ৪৯টি লক্ষবস্তুর উপর আঘাত হানে। এ দিকে পেন্টাগন ঘোষণা করেছে যে সামরিক জোট বাহিনী ইসলামিক স্টেটের বিরুদ্ধে সিরিয়ায় দুটি এবং ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করে ইরাকে ১৯টি লক্ষবস্তুর ওপর তারা অভিযান চালিয়েছ।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সংবাদদাতাদের বলেন যে সিরিয়ায় স্থল আক্রমণ কার্যকর হবে না। ওবামা বলেন যে যদিও রাশিয়া এগিয়ে এসছে এবং ইরান আরও লোক পাঠাচ্ছে এ গুলো কোনটাই কার্যকর হবে না কারণ তারা এমন একটি সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে যারা বিপুল সংখ্যক সিরীয়দের চোখে বৈধ নয়।

রোসিয়া টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্যমিত্রি মেদভেদেভ বলেন যে সিরিয়ায় কে নের্তৃত্ব দিচ্ছে সেটা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ন নয়, যদি না সেটা আইসিস হয়। তিনি বলেন সেখানে থাকতে হবে একটি সভ্য ও বৈধ সরকার।

মেদভেদেভ আরও বলেন যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোর উচিৎ হবে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এর একদিন আগেই অন্য এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র , রাশিয়া ও সিরিয়ার সঙ্গে আলোচনায় অস্বীকৃতি জানানোর বিষয়টির সমালোচনা করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী । তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানকে তাঁর কথায় বোকামি বলে অভিহিত করেন এবং বলেন যে যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটের বিমান অভিযানের কার্যকারিতা , তাঁর কথায় প্রায় শূণ্য।

অন্য আরেক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রক আজ বলেছে যে গত ২৪ ঘন্টায় তাদের বিমান বাহিনী সিরিয়ায় ৩৬ বার অভিযান চালিয়েছে এবং হামা , ইদলিব , লাতাকিয়া , দামেস্ক ও আলেপ্পো এলাকায় স্বঘোষিত ইসলামিক স্টেটের ৪৯টি লক্ষবস্তুর উপর আঘাত হানে। এ দিকে পেন্টাগন ঘোষণা করেছে যে সামরিক জোট বাহিনী ইসলামিক স্টেটের বিরুদ্ধে সিরিয়ায় দুটি এবং ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করে ইরাকে ১৯টি লক্ষবস্তুর ওপর তারা অভিযান চালিয়েছ।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সংবাদদাতাদের বলেন যে সিরিয়ায় স্থল আক্রমণ কার্যকর হবে না। ওবামা বলেন যে যদিও রাশিয়া এগিয়ে এসছে এবং ইরান আরও লোক পাঠাচ্ছে এ গুলো কোনটাই কার্যকর হবে না কারণ তারা এমন একটি সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে যারা বিপুল সংখ্যক সিরীয়দের চোখে বৈধ নয়।

XS
SM
MD
LG