অ্যাকসেসিবিলিটি লিংক

একই ক্যাম্পাসে পাঠ নেবে ডাক্তার আর ইঞ্জিনিয়াররা


পশ্চিমবঙ্গে ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং স্কুল একই ক্যাম্পাসে
পশ্চিমবঙ্গে ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং স্কুল একই ক্যাম্পাসে

ভারতে এই প্রথম একই ক্যাম্পাসে ইঞ্জিনীয়ারিং কলেজের পাশাপাশি স্থাপিত হতে চলেছে মেডিক্যাল কলেজও। দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গেরই খড়গপুরে। এ বার সেখানেই একই ক্যাম্পাসে ভারত সরকার স্থাপন করতে চলেছে মেডিক্যাল কলেজও। একই ক্যাম্পাসের মধ্যে দেশে এই প্রথম ডাক্তারি ও ইঞ্জিনীয়ারিং পড়াশোনার দুটি প্রতিষ্ঠান থাকবে।

মোট ১,১৫০ শয্যার এই হাসপাতালের জন্য ভারত সরকার ২৩০ কোটি টাকা বরাদ্দ করেছে। আশা করা হচ্ছে, ২৬ মাসের মধ্যেই এখানে চিকিৎসা ও পঠন-পাঠন শুরু করা সম্ভব হবে।

জানা গেছে, নতুন এই মেডিক্যাল কলেজের লক্ষ্য হবে, বেশি করে গবেষণার কাজকে গুরুত্ব দেওয়া। এ ছাড়া, ইঞ্জিনীয়ারিং ও চিকিতসা শিক্ষণের কার্যক্রমের মধ্যে একটা সামঞ্জস্য রাখাও হবে এখানকার লক্ষ্য।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG