অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে বা স্মরণ দিবস পালিত


সোমবার যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে বা স্মরণ দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা আর্লিংটনে জাতীয় সমাধি ক্ষেত্রে দেশের সর্বাধিনায়ক হিসেবে এক স্মরণ সমাবেশে বক্তব্য রাখেন। এক ভাবগম্ভীর অনুষ্ঠানে প্রেসিডেন্ট অজ্ঞাতপরিচয় সৈনিকদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যারা দায়িত্ব পালনকালে মারা গেছেন, তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানান। প্রেসিডেন্ট বলেন, একটি জাতি তার দেশের জনগনই শুধু নয়, যাদেরকে তারা স্মরণ করে থাকে, তারই মাঝে নিজের পরিচয় তুলে ধরে। আমরা কেবল কোনো পতাকা তুলে ধরে নয়, আমাদের প্রতিবেশীদের সাহায্যের মাধ্যমে সেই কাজ করি। আমরা শুধু নীরবতা পালন করে নয়, তারা যে সুযোগ এবং মুক্তি ও সমতার আদর্শের জন্য লড়াই করেছেন, আমাদের নিজেদের জীবনে সেই আদর্শ অনুসরণ করে তা পালন করি। এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামা ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে প্রথম যে সৈনিক নিহত হযেছেন - মাস্টার সার্জেন্ট জশুয়া হুইলারসহ যুদ্ধে নিহত সেনাবাহিনীর সব সদস্যের অবদানের কথা উল্লেখ করেন।

XS
SM
MD
LG