অ্যাকসেসিবিলিটি লিংক

সাইবার হামলার মাধ্যমে মুক্তিপনের দাবির ঘটনা বেড়েই চলেছে-মেরিক গারল্যান্ড 


যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বুধবার হুশিয়ার করে দেন যে, মুক্তিপণজনিত সাইবার হামলার ঘটনা দিনে দিনে বাড়ছে , যেমনি হুঁশিয়ারি দিয়েছিলেন কয়েক সপ্তাহ আগে বাইডেন প্রশাসনের কর্মকর্তারাI এটর্নি জেনারেল আইনপ্রণেতাদের বলেন, "এ ব্যাপারে আমাদের যথাসাধ্য করতে হবেI এটা ঘোরতর এক হুমকি"I

গত মাসে কথিত রাশিয়া সমর্থিত সাইবার অপরাধী চক্র, যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ জ্বালানি পাইপ সংস্থা, কলোনিয়াল পাইপ লাইন'র নেট ওয়ার্ককে লক্ষ্যবস্তু করে এবং তা বন্ধ করে দিয়ে প্রায় ৫ মিলিয়ন ডলার মুক্তিপনের অর্থ আদায় করেI যে অর্থের অর্ধেকটাই পরে অবশ্য উদ্ধার করা সম্ভব হয় বলে বিচার দপ্তর জানায়I

XS
SM
MD
LG