অ্যাকসেসিবিলিটি লিংক

গঙ্গার নিচ দিয়ে মেট্রোর টানেল হচ্ছে


সেই ১৯৩১ সালে কলকাতা থেকে হাওড়া শহরে বিদ্যুতের কেবল নিয়ে যেতে গঙ্গার নিচ দিয়ে টানেল খোঁড়া হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নতুন একটি টানেলের মুখ ঠিক নদীর নিচে পৌঁছল। এটির মধ্য দিয়ে ছুটবে মেট্রো রেল। দু মাসে টানেল অতিক্রম করবে হাওড়া থেকে কলকাতা পর্যন্ত নদীর ৫২০ মিটার প্রস্থ। গঙ্গার নিচে এই দুটিই টানেল। সল্ট লেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাবে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো পথ। ভবিষ্যতে ময়দান থেকে রুট সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা সাঁতরাগাছি স্টেশন অব্দি। এই ভাবে একের পর এক মেট্রো রুট শহরের চাটি দিকে জালের মত ছড়িয়ে গেলে শহরের গণ পরিবহণ ব্যবস্থার নাটকীয় উন্নতি ঘটবে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG