অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকো সিটির কাছে বিস্ফোরণে ৩১ ব্যক্তির মৃত্যু


মেক্সিকো সিটির কাছাকাছির জনপ্রিয় আতসবাজি-বাজারে গতকাল মঙ্গলবার প্রচন্ড বিস্ফোরণ ঘটে কমসে কম মৃত্যু হয়েছে ৩১ ব্যক্তির- এতে জখমি লোকের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সত্তরের কোঠা।

রাজধানী শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর প্রান্তের ঐ টুলটিপেক শহরের সান পাবলিটো মার্কেটে তখন অগনিত মানুষের ভিড়- সবাই তখন বড়োদিন ও নববর্ষের জন্যে আতসবাজি কেনায় ব্যস্ত।

বিস্ফোরণে মার্কেটের সব দোকানই প্রায় ভস্মিভূত হয়েছে- কুন্ডলি পাকানো ধোঁয়া ওপরপানে উঠতে দেখা যায়- লোকজনকে দ্বিগ্বিদিক প্রাণ ভয়ে পালাতে দেখা গিয়েছে। ফেডারেল এ্যাটর্নী জেনারেলের দফতর থেকে বলা হয়েছে- ছ’টি বিস্ফোরণ ঐ ধংসযজ্ঞের উৎপত্তি ঘটায়।

XS
SM
MD
LG