অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান সরকারের হ্যাকাররা যুক্তরাষ্ট্রে সক্রিয়


MICROSOFT সংস্থা জানায়, যে, ইরান সরকারের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনকে লক্ষ্যবস্তূ করার প্রয়াস নিয়েছিল, তবে তারা সফল হয়নি I সংস্থাটি জানায় শুক্রবার, তারা প্রেসিডেনশিয়াল নির্বাচনী অভিযানসহ মোট ২৪১টি একাউন্ট হ্যাক করার প্রয়াস চালায় I এ ছাড়াও তারা প্রাক্তন সরকারি কর্মকর্তা, সংবাদ মাধ্যম ও নাম করা ইরানি অভিবাসীদের লক্ষ্যবস্তূ করে I হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের পরিচালক, CHRIS KREBS VOA কে এক বিবৃতিতে জানান MICROSOFT 'র এই তথ্য সম্পর্কে তারা অবগত আছেন এবং তা নির্ধারণ ও এর প্রভাব কমাতে তারা একত্রে কাজ করে যাচ্ছেন I

XS
SM
MD
LG