অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প সদম্ভে কংগ্রেস নির্বাচনে সেনেটে রিপাবলিকানদের জয়লাভের কথা জানালেন


Muslim women winner
Muslim women winner

যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের মধ্যমেয়াদী নির্বাচনে রিপাবলিকান দল সেনেটে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। আট বছর পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রন পেয়েছে ডেমোক্রাট।প্রেসিডেন্ট ট্রাম্প সদম্ভে কংগ্রেস নির্বাচনে সেনেটে রিপাবলিকানদের জয়লাভের কথা জানান।

বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন যারা তার সঙ্গে নিয়ম নীতি মেনে কাজ করেছেন তারা ভালো ফল পেয়েছেন এবং যারা করেননি তাদের বিদায় নিতে হয়েছে। তিনি বলেন, অত্যন্ত জঘন্য এবং প্রতিকূলতার মাঝে আমরা এই বড় জয় পেয়েছি।

কংগ্রেসে রাজনৈতিক বিভাজনের ফলে যেকোনো আইনী উদ্যোগ নেবার প্রক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এবার কষ্টসাধ্য হবে। বুধবার সকাল পর্যন্ত ধারণা করা হয় প্রতিনিধি পরিষদে ডেমক্রাট রিপাবলিকানদের দখলে থাকা ২৬টি আসন জয়লাভের মধ্য দিয়ে সর্বমোট ৪৩৫টি আসনের ২৩০টি আসনে জয়লাভ করবে। প্রথম বারের মত নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনে জয়লাভকারীদের সংখ্যা ছিল অনেক। এর মধ্যে রয়েছেন দুই মুসলিম নারী, দুই আদিবাসী রমণী এবং একজন সমকামী। আগামী জানুয়ারি মাসে নতুন কংগ্রেসে শপথ নেয়া ১০০ নারীর মধ্যে এই নারীরাও থাকবেন।

XS
SM
MD
LG