অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে মধ্য মেয়াদি নির্বাচন নিয়ে একটি বিশ্লেষণ


যুক্তরাষ্ট্রে আগামি ৬ই নভেম্বর, মঙ্গলবার, মধ্য মেয়াদি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে, প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সব ক‘টিতে, সেনেটের ১০০ টি আসনের মধ্যে ৩৫টি আসনে এবং ৩৬টি অঙ্গরাজ্যের গভর্ণর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষত সেনেট ও প্রতিনিধি পরিষদের আসনগুলোর জন্য এ বছরের নির্বাচনের এই মধ্য-মেয়াদি নির্বাচন কেন গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়ে আসন্ন এই নির্বাচনে প্রভাব বিস্তার করবে, সে সব নিয়ে এখন শুনুন অ্যাটলান্টা থেকে যুক্তরাষ্ট্রের পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের Adjunt Faculty, ড সাঈদ ইফতিখার আহমেদের একটি বিশ্লেষণ। তাঁর সঙ্গে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন, আনিস আহমেদ।

please wait

No media source currently available

0:00 0:11:49 0:00

XS
SM
MD
LG