অ্যাকসেসিবিলিটি লিংক

দেশান্তরী মানুষের ভীড় , হাঙ্গেরির ট্রেন স্টেশনে


পুলিশ বুদাপেস্টের ট্রেন স্টশন খোলার পর পশ্চিম মুখী দেশান্তরী লোকজন এখন সেখানে ভীড় করেছে তবে হাঙ্গেরির কর্মকর্তারা বলছেন যে পশ্চিম ইউরোপের দিকে কোন ট্রেন যাবে না।

শত শত অভিবাসন প্রার্থী লোকজন জার্মানী গামি ট্রেনে ওঠার জন্য কেলেটি স্টেশনে সমবেত হলে , দুদিন ধরে অচলাবস্থার পর পুলিশ আজ সেই স্টেশন ত্যাগ করেছে।

তবে এই সব দেশান্তরী লোকজনকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হলেও এটা এখনও পরিস্কার নয় যে তারা , পশ্চিম ইউরোপে যাবার সুযোগ ছাড়া ঐ স্থান ত্যাগ করেব কি না।

হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছে আজ বলেছেন হাঙ্গেরির সীমান্তে এই দেশান্তরী মানুষের সমস্যা , গোটা ইউরোপের সমস্যা নয় , সমস্যাটি জার্মানির। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুল্টজ ‘এর সঙ্গে এক বৈঠকের পর মি ওরবান এ কথা বলেন। তিনি আরও বলেন যে ইউরোপীয় নিয়ম মত হাঙ্গেরি সম্ভাব্য সব কিছুই করে যাচ্ছে।

XS
SM
MD
LG