অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার উপকূল থেকে ১৯৬ জন শরণার্থীকে উদ্ধার


 সাগর থেকে উদ্ধারকৃত শরণার্থীরা ওশান কিং জাহাজের ডেকে অবস্থানরত
৬ই জুলাই, ২০২১ - এএফপি
সাগর থেকে উদ্ধারকৃত শরণার্থীরা ওশান কিং জাহাজের ডেকে অবস্থানরত ৬ই জুলাই, ২০২১ - এএফপি

এসওএস মেডিটারেনি বলছে, মানবিক উদ্ধারকারী জাহাজ THE OCEAN VIKING শনিবার লিবিয়ার উপকূল থেকে ১৯৬জন অভিবাসীকে উদ্ধার করেছে I জাহাজের পরিচালক জানান, প্রথমে তারা আন্তর্জাতিক জলসীমায় একটি ডিঙি নৌকোতে অসহায় অবস্থায় থাকা ৫৭জন কে উদ্ধার করেনI

পরে বিকেলে, ঐ একই এলাকা থেকে দুটি অতিরিক্ত অভিযান চালিয়ে ৫৪ জনকে ডিঙি নৌকো এবং ৬৪ জনকে কাঠের নৌকো থেকে উদ্ধার করা হয়I তাদের সর্বশেষ অভিযানে কাঠের নৌযান থেকে তারা ২১ জনকে উদ্ধার করতে সমর্থ হয়েছেI সর্বমোট উদ্ধারকারীদের মধ্যে ছিলেন দুজন অন্তঃসত্ত্বা মহিলা ও ৩৩টি শিশু, যাদের ২২ জনের কোনো অভিভাবক ছিল নাI

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, ২০২১ সালের প্রথমার্ধে ইউরোপের উদ্দেশে পাড়ি জমানো অন্ততঃ ১,১৪৬ জন সাগরে প্রাণ হারিয়েছেনI

(এএফপি)

XS
SM
MD
LG