জাতিসংঘ জানিয়েছে ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপে পাড়ি জমানো অভিবাসির সংখ্যা এ বছরের প্রথম ৬ মাসে গত বছরের একই সময়ের চেয়ে ৮০ শতাংশ বেড়েছে।
বলা হয়েছে ঐসব অভিবাসি ও শরনার্থীর বেশীরভাগই যুদ্ধ বিধ্ধস্থ দেশ থেকে পালিয়ে আসা অথবা নির্যাতনের শিকার না হওয়ার ভয়ে পালানো। এই সমস্যা আরো প্রকট আকার ধারন করতে পারে বলে আশংকা করা হয়।
বুধবার জাতিসংঘ শরনার্থী সংস্থা প্রকাশিত তথ্য বিভাগের প্রতিবেদনে বলা হয় জানুয়ারী থেকে জুন পর্যন্ত ১ লক্ষ ৩৭ হাজার নারী পুরুষ ও শিশু রয়েছেন এই শরনার্থীদের মধ্যে। এদের দুই তৃতীয়াংশ সিরিয়া থেকে পালানো।