অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ব্রাসালস যাচ্ছেন


যুক্তরাষ্ট্র এবং নেটো প্রতিশ্রুতি নিয়েছে যে তারা সন্ত্রাস, সাইবার হুমকি, জ্বালানি নিরাপত্তা এবং অন্যান্য বিভিন্ন চ্যলেঞ্জ মোকাবেলা করবে। আন্তমহাসাগরীও অংশিদারিত্ত গঠনের সাত যুগ পরে তারা এই প্রতিশ্রুতি নিলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার নেটো পররাষ্ট্রমন্ত্রী এবং নেটোর মূল মিত্রদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবার জন্য ব্রাসালস যাচ্ছেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরে লন্ডনে নেটো নেতাদের বৈঠকের আগে এই বৈঠকে, আলোচনা সূচির শীর্ষে থাকবে নিরাপত্তা নিশ্চয়তা, সত্রাস মোকাবেলা এবং জ্বালানি নিরাপত্তা।

ভয়েস অফ আমেরিকার সার্বিয়া বিভাগকে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নেটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, ‘আমরা নতুন একটি সময়ে বসবাস করছি যেখানে সন্ত্রাস মোকাবেলা করতে হয়। বিশ্বে এখন ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হচ্ছে।'
স্টোলটেনবার্গ সহ নেটোর আরও ৩০ সদস্য এই বৈঠকে মিলিত হবার জন্য এখন ওয়াশিংটনে রয়েছেন।

XS
SM
MD
LG