অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশের সর্বসাম্প্রতিক গুলি করা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত


যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদকারীরা পুলিশের সর্বস্ম্প্রতিক গুলি চালনার ঘটনাকে কেন্দ্র করে কিছু পরিবর্তন ও জবাবদিহিতার দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গতকাল শুক্রবার রাস্তায় নেমে আসে। মিনেসোটা, শিকাগো ও পোর্টল্যান্ডসহ বিভিন্ন শহরে এবং শহরের আশপাশে প্রতিবাদ-বিক্ষোভের খবর পা্ওয়া গেছে।

মিনেসোটাবাসী ২০ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান তরুণ ডন্টে রাইটকে গত রবিবার পুলিশ গুলি করে হত্যা করার পর মিনেসোটার ব্রুকলিন সেন্টারের স্থানীয় থানার সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। একটি ট্র্যাফিক স্টপে রাইটকে হত্যা করার জন্য দায়ী পুলিশ কিম পটার বৃহস্পতিবার প্রথম দফা আদালতে হাজির হন। পুলিশ প্রধান টিম গ্যানন বলেন যে, পটার গুলি করেন যখন তিনি আসলে টেসার ব্যবহার করতে চেয়েছিলেন। এই গুলি চালনার ঘটনার পর পটার এবং গ্যানন উভয়ই ব্রুকলিন সেন্টার পুলিশ বিভাগ থেকে পদত্যাগ করেন।

XS
SM
MD
LG