অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধান ততপরতা ব্যাপকভাবে বাড়ানো হবে



মালয়েশিয়ার কর্মকর্তারা বলছেন, মালয়েশিয়ান এয়ার লাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের অনুসন্ধান ততপরতা আরও ব্যাপকভাবে বাড়ানো হবে। শনিবার বিমানটি দু’শ উনচল্লিশ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়।

মালয়েশিয়ার অসামরিক বিমান চালাচল কর্তৃপক্ষের প্রধান বলেন, কয়েকদিন খোঁজার পরেও নিখোঁজ বিমানের কোন হদিস না মেলায় মংগলবার থেকে অনুসন্ধান ততপরতা আরও ব্যাপকভাবে বাড়ানো হবে। বিমানটি দক্ষিণ চীন সাগরের যেখান থেকে নিখোঁজ হয়ে যায় সেখান থেকে চারিদিকে ৯২ কিলোমিটার ব্যসার্ধ এলাকা পর্যন্ত অনুসন্ধান ততপরতা চালানো হয়েছে। বিভিন্ন দেশের কয়েক ডজন জাহাজ এবং বিমান এই তল্লশি ততপরতায় অংশ নেয়।

মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানটির নিখোঁজ হবার রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তদন্তকারীরা বলেছেন ভিয়েতনামের অদূরে যে তেল দেখা গেছে তার সঙ্গে বিমানের কোন সংযোগ নেই। ওদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভিয়েতনামের এক কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে সোমবার জানালেন


তিনি বলেন, তার ভাষায় বোয়িং 777এর ধ্বংসাবশেষ পাওয়া্র খরব শোনা গেলেও এখন পর্যন্ত এর কিছুই আসলে পাওয়া যায়নি।
রবিবার আমরা যা দেখেছি, যা বিমানের দরজা বলে সন্দেহ করে ছিলাম---সেরকম কিছুই পাওয়া যায়নি।

শনিবার সকালে বেজিংগামী MH 370, বিমানটি কুয়ালালামপুরে ত্যাগ করার একঘন্টা পর রেডারের সংকেতের বাইরে চলে যায় এবং বিমানটিকে আর খুঁজে পাওয়া যায়নি।
XS
SM
MD
LG