অ্যাকসেসিবিলিটি লিংক

'হিউমান রাইটস ওয়াচ' সংস্থা মিয়ানমারকে বর্ণবাদী নীতি অবসানের আবেদন জানিয়েছে 


যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা, 'হিউমান রাইটস ওয়াচ, বৃহস্পতিবার এক রিপোর্টে জানায়, মিয়ানমার সরকারকে হাজার হাজার জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গ্যা মুসলমান পরিবারগুলির বিরুদ্ধে বর্ণবাদী নীতির অবসান ঘটাতে হবেI মিয়ানমার সরকার বৌদ্ধ প্রধান দেশটিতে সাম্প্রতিক দাঙ্গার পর হাজার হাজার পরিবারকে ৮ বছর ধরে শ্বাসরুদ্ধকর ক্যাম্পে আটক রেখেছেI

২০১৭ সালের নৃশংসতার পর, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ প্রায় সাড়ে ৭ লক্ষ শরণার্থীদের আশ্রয় গ্রহণ, আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে I জাতিসংঘ সংস্থা, তাদের কথিত অগ্নি সংযোগ, ধর্ষণ ও হত্যাকে জাতিগোষ্ঠী নিধনের নির্মম দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেI তবে মিয়ানমার সরকার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে I

XS
SM
MD
LG