অ্যাকসেসিবিলিটি লিংক

মার্টিন লুথার কিং ডে পালিত


প্রতিবছরের মত এবারো জানুয়ারী মাসের তৃতীয় সোমবার নানা আয়োজনে আমেরিকানরা পালন করেছেন মার্টিন লুথার কিং ডে।

আফ্রিকান-আমেরিকানদের নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেন মারটিন লুথার কিং জুনিয়র। তিনি ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯৬৮ সালে তাঁকে হত্যা করা হয়।

দিবসটিতে সারা দেশ জুড়ে প্যারেড, বিভিন্ন কর্মসূচী এবং কমিউনিটির সেবার মধ্য দিয়ে তাঁকে সম্মান জানানো হয়।

ছুটির এই দিনটিকে জাতীয় সেবা দিবস হিসাবেও বিবেচনা করা হয়। এজন্য শত শত কমিউনিটি সেন্টার এবং সেচ্ছাসেবকরা তাদের এলাকায় খানিকটা পরিবর্তন আনতে কাজ করেন। তারা রাস্তা, খালি স্থান এবং পার্ক পরিস্কার করেন, ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি মেরামত করেন এবং গরীব ও গৃহহীনদের খাবার দেন।

বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ঘোষনা পত্রে উল্লেখ করেন, আমাদের মূল্যবোধ নিয়েই আমাদের বাঁচতে হবে।

নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার মার্টিন লুথার কিং এর ছেলে মার্টিন লুথার কিং থ্রি এর সঙ্গে বৈঠক করেন। তারা ভোটাধিকার নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর মার্টিন লুথার কিং থ্রি সাংবাদিকদের বলেন, তারা খুব গঠনমূলক আলোচনা করেছেন এবং ডনাল্ড ট্রাম্প সব আমেরিকানের প্রতিনিধিত্ব করার প্রতিশ্রুতি দিয়েছেন।

XS
SM
MD
LG