অ্যাকসেসিবিলিটি লিংক

নরেন্দ্র মোদি সরকারের দু বছর পূর্ণ হতে চললো


Indian Prime Minister Narendra Modi addresses a youth rally organized by the Bharatiya Janata party (BJP) ahead of Assam state elections in Gauhati, India, Jan. 19, 2016.
Indian Prime Minister Narendra Modi addresses a youth rally organized by the Bharatiya Janata party (BJP) ahead of Assam state elections in Gauhati, India, Jan. 19, 2016.

আগামী ২৮ মে নরেন্দ্র মোদি সরকারের দু বছর পূর্ণ হবে। সে উপলক্ষ্যে দেশের পাঁচটি শহরে বড় অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রি সেগুলিতে ভাষণ দেবেন। এ ছাড়া প্রধান অনুষ্ঠানটি হবে দিল্লির ইন্ডিয়া গেটে। পাঁচ ঘণ্টা ধরে চলবে এই অনুষ্ঠান। এই উপলক্ষ্যে গত দু বছরে সরকারের প্রধান সাফল্যগুলির কথা তুলে ধরবার পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে জনধন যোজনা, দীনদয়াল গ্রামীণ জ্যোতি যোজনা, জ্যোতি যোজনা, মুদ্রা যোজনা, উজ্জ্বলা যোজনা ইত্যাদি। দু বছরে প্রধানত গ্রামের গরীব মানুষের জন্য কি কাজ করেছে সরকার, তারই খতিয়ান সগর্বে প্রচার করতে চাইছে মোদি সরকার। রাজনৈতিক ভাবেও পরিস্থিতি বিজেপি-র অনুকূল। সদ্য আসাম ও কেরল রাজ্যে ক্ষমতাচ্যূত হয়েছে বিজেপি-র প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। আসামে সরকার গঠন করেছে বিজেপি। কাজেই নিশ্চিন্তে উতসব করবার জন্য বিজেপি-র এই তো উপযুক্ত সময়।
কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত তার রিপোর্টে।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG