প্রবাসী ভারতীয়রা তাঁদের কাজের জন্য সারা বিশ্বে সমাদৃত। যে দেশেই তাঁরা থাকুন, সেখানকার সমাজে তাঁদের অবদান অনস্বীকার্য। নিছক সংখ্যাগত দিক থেকে নয়, ভারতীয় বংশোদ্ভূতরা সব সময় ভারতীয় সংস্কৃতি, নীতি ও মূল্যবোধের শ্রেষ্ঠ গুণগুলি তুলে ধরেন। আজ বেঙ্গালুরুতে চতুর্দশ প্রবাসী ভারতীয় দিবস উদ্বোধনে গিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিদেশে বসবাসকারী ভারতীয়রা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগী। তাঁর সরকারের লক্ষ্য, দেশ থেকে যে সব মেধা বাইরে চলে গিয়েছেন সেই ব্রেন ড্রেনকে ব্রেন গেইনে পর্যবসিত করা। প্রবাসী ভারতীয়রা প্রতি বছর দেশের উন্নয়নে প্রায় উনষাট বিলিয়ন ডলার সহায়তা করেন বলেও জানান তিনি। এ বছর প্রবাসী ভারতীয় দিবসের মুখ্য অতিথি হলেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা। তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্দোর স্বাক্ষর করা পর্তুগাল জাতীয় দলের জার্সি। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন সুরিনামের ভাইস প্রেসিডেন্ট মাইকেল অশ্বিন অধীন, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী বিজয় গোয়েল, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ প্রমুখ।