অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়রথ অব্যাহত রাখল তৃনমূল কংগ্রেস


দুহাজার এগারোর পর পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনে বিজয়রথ অব্যাহত রাখল তৃনমূল কংগ্রেস। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের রাজ্যের ক্ষমতায় আসলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ভোট গণনার যে ফল জানা গেল, তার থেকে স্পষ্ট, সংখ্যালঘু ভোট তৃণমূলের সঙ্গেই রয়েছে। অন্যদিকে, বাম-কংগ্রেস জোট কোনও টক্করই দিতে পারেনি শাসক দলকে। জোটের প্রভাব পড়েনি ভোটে। ভরাডুবি হয়েছে জোটের।

অন্যদিকে,আসন সংখ্যার বিচারে শক্তি বেড়েছে বিজেপির। একের বেশি শক্তি তিন টি সিট নিয়ে বিধানসভায় আসল বিজেপি। রাজ্য বিধানসভার ২৯৪ আসনের মধ্যে দুশো এগারো আসনে জিতল তৃণমূল, জোট মাত্র ছিয়াত্তর আসনে বিজয়ী ,বিজেপি জয় পেল তিনটি আসনে। অন্যান্যরা চার টি আসনে জিতল।

বামেদের পক্ষে খারাপ খবর, তাদের আসন সংখ্যা কংগ্রেসের থেকেও কম। চুয়াল্লিশ টি আসনে জিতল কংগ্রেস। বামফ্রন্ট পেল বত্রিশ টি আসন।

সরাসরি লিংক

XS
SM
MD
LG