অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ৫০০ ও ১,০০০ টাকার নোটের পরিবর্তে নতুন টাকা দিতে সময় লাগবে তিন সপ্তাহ


বাজার থেকে প্রায় ১৪ লক্ষ কোটি টাকার ৫০০ ও ১,০০০ টাকার নোট তুলে নিয়ে তার বদলে মানুষের হাতে নতুন টাকা দেওয়ার কাজটা সত্যিই যেন এক মহা যজ্ঞ। অর্থনীতিতে যত টাকা রয়েছে, এই অংক তার ৮০%। অর্থমন্ত্রী অরুণ জেটলি মেনেই নিলেন এ কাজ শেষ করতে তিন সপ্তাহ সময় লেগেই যাবে। কিন্তু তত দিন মানুষ কি করবেন?

কালো টাকার বিরুদ্ধে মোদি সরকারের এই কর্মকাণ্ডকে সাধারণ মানুষ গোড়ায় স্বাগত জানালেও কয়েক দিনের মধ্যেই মানুষ ধৈর্য হারাতে শুরু করেছেন। বাতিল নোট ব্যাঙ্কে জমা দিয়ে নতুন নোট দেওয়া কিংবা ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তোলার মত কাজে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

বাজার করা থেকে ডাক্তার-হাসপাতাল বড় কেনাকাটা সবই যেন বন্ধ হতে বসেছে। যাঁরা বড় নোট নিয়ে বেড়াতে গিয়েছেন, বা যাঁদের সামনে বাড়িতে বিয়ে, তাঁদের তো মাথায় হাত। বিপদে পড়েছেন বিদেশ থেকে বেড়াতে ও চিকিৎসা করাতে আসা বিদেশিরাও। নোট বাতিলের সিদ্ধান্তের আগে এসব সমস্যা কি সরকার অনুমান করতে পেরেছিল? কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG