অ্যাকসেসিবিলিটি লিংক

অভিযোগ উঠেছে, মণিপুর রাজ্যে ক্ষমতার অপব্যবহার করেছে সেনারা


সেই ১৯৫৮ সাল থেকে উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে জারি রয়েছে আমর্ড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। মণিপুরে স্থানীয় বিদ্রোহের পরিস্থিতি দমনের কাজে সেনারা যেন হাত খুলে কাজ করতে পারে, সেজন্য তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু বারংবার অভিযোগ উঠেছে, ক্ষমতার অপব্যবহার করেছে সেনারা, তাদের হাতে মৃত্যু হয়েছে বহু নিরীহ মানুষের। এই নিয়েই সুপ্রিম কোর্টে এক মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি মদন লোকুর ও উদয় ললিতের এক বেঞ্চ প্রশ্ন তোলে, প্রায় ছয় দশক ধরে বাড়তি ক্ষমতা হাতে পেয়েও একটা স্থানীয় বিদ্রোহ কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হল সেনাবাহিনি? এটা তো রাষ্ট্র ও গণতন্ত্রেরও ব্যর্থতা। সরকারের পক্ষে অবশ্য যুক্তি ছিল, মণিপুরে যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে। এ কথায় কর্ণপাত না করে মণিপুরে গত ২০ বছরে সেনাদের হাতে নিহত ১,৫২৮ জন নাগরিকের মৃত্যুর ঘটনার মধ্যে ৬২টি মৃত্যুর তদন্তেরও নির্দেশ দিল শীর্ষ আদালত। এই রায়ের পরিপ্রেক্ষিতে সেনাদের জন্য বিশেষ ক্ষমতার আইন এ বার প্রত্যাহৃত হতে পারে বলেই বিভিন্ন মহলের আশা।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG