অ্যাকসেসিবিলিটি লিংক

নজরদারি সংস্থা: সিরিয়ার বিমান হামলায় ইদলিব প্রদেশে বহু লোকের প্রাণহানি


সিরিয়ার একটি নজরদারি সংস্থা বলছে যে বিদ্রোহী অধ্যূষিত একটি আবাসিক এলাকায় বিমান হামলায় শিশুসহ অন্তত ৩৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটস বলেছে যে এই বিমান হামলা চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশের জারদানা গ্রামে।

ফরাসি বার্তা সংস্থা এফপি’র একজন সংবাদদাতা , যিনি সেখানে উপস্থিত ছিলেন জানিয়েছেন যে নারী , শিশু , বয়স্ক লোক এবং উদ্ধারকারী স্বেচ্ছাসেবক সহ বহু আহত লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইদলিবে তেমন একটা বিমান হামলা হয়নি।

দেশের অন্যান্য অঞ্চল থেকে স্থানচ্যুত লোকেরা ইদলিবেই বাসা বেঁধেছে।

XS
SM
MD
LG