অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী তাঁর রুশ সহপক্ষের সঙ্গে কথা বলেছেন


সিরিয়ায় রাশিয়ার সামরিক সাহায্য পাঠানোতে সেখানে সংঘাত আরও খারাপের দিকে মোড় নিতে পারে এ রকম উদ্বেগের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি মঙ্গলবার তাঁর রুশ সহপক্ষ সার্গেই লাভরভের সঙ্গে কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলেছে মস্কো সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে লাতাকিয়া বন্দরের কাছে একটি বিমান ঘাঁটি স্থাপন করছে বলে মনে হচ্ছে।

হোয়াইট হাউজে , প্রেস সচিব জশ আর্নেস্ট্ যুক্তরাষ্ট্রের অবস্থানের পুনরাবৃত্তি ঘটিয়ে বলেন যে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি রাশিয়ার সমর্থন হচ্ছে বাজি হেরে যাওয়ার মতই ব্যাপার । আর্নেস্ট এর কারণ সম্পর্কে বলেন যে এতগুলো বছরে তাঁরা দেখেছেন আসাদের ব্যর্থ নের্তৃত্ব এবং সে দেশের সামরিক বাহিনীকে ব্যবহার করে , নিরপরাধ লোকজনকে হত্যা করতে তাঁর ইচ্ছের বহিপ্রকাশ। তিনি বলেন যে আসাদ সেই দেশ শাসন করার বৈধতা হারিয়ে ফেলেছেন।

জশ আর্নেস্ট আরও বলেন যে তাদের সামরিক বাহিনী গড়ে তুলতে রুশ সিদ্ধান্ত সত্বেও যুক্তরাষ্ট্র এটা পরিস্কার করে বলেছে যে সিরিয়ার সমস্যা সমাধান করতে হবে কুটনৈতিক কৌশলের মাধ্যমে।

আর্নেস্ট এ রকম আভাষ দেন যে প্রেসিডেন্ট বারাক ওবামা , রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিগগিরই ফোন করতে পারেন।

XS
SM
MD
LG