অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতে পারে রাশিয়া


রাশিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী সার্গে রিয়াবকফ বলছেন যে যুক্তরাষ্ট্র যে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের জন্য শাস্তি স্বরূপ দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার জন্য রাশিয়া সম্ভবত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এ ব্যাপারে মঙ্গলবার একটি প্রস্তাব পাশ করেছে , যাতে এ ধরণের শাস্তি লাঘব করার ব্যাপারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব করার লক্ষে কংগ্রেসের ক্ষমতা বাড়ানো হয়েছে।

রাষ্ট্র পরিচালিত রুশ সংবাদ মাধ্যমে রিয়াবকফ সতর্ক করে দিয়েছেন যে নতুন এই নিষেধাজ্ঞা মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উন্নত সম্পর্কের সম্ভাবনাকে নষ্যাৎ করে দিতে পারে। তিনি আরো বলেন যে রাশিয়া এরই মধ্যে ট্রাম্প প্রশাসনকে এ ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছিল যে যুক্তরাষ্ট্রের বিধায়করা যদি এই প্রস্তাব পাশ করেন , তা হলে রাশিয়াও এর কড়া জবাব দেবে।

এক মাসের ও বেশি সময় ধরে দ্বিদলীয় আলাপ-আলোচনার পর এই নতুন নজরদারি ক্ষমতা অনুমোদিত হয়।

প্রতিনিধি পরিষদ এই প্রস্তাবটি ৪১৯-৩ ভোটে অনুমোদন করে যার মধ্যে রাশিয়া ছাড়াও ইরান ও উত্তর কোরিয়াকে অন্তর্ভুক্ত করা হয়।

XS
SM
MD
LG