অ্যাকসেসিবিলিটি লিংক

মসলের টাইগ্রিস নদীর ওপরকার একটি সেতুর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা ইরাকী বাহিনীর


মসলের টাইগ্রিস নদীর ওপরকার একটি সেতুর নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে জঙ্গীদের সঙ্গে লড়ে চলেছে ইরাকী বাহিনী। এই সেতুর নিয়ন্ত্রন নিতে পারলে শহরের পশ্চিমাংশ থেকে অসামরিক লোকদের নিরাপদে সরে যাওয়াটা সহজ হবে।

সেতুটি মসলের পুরোনো শহরের সঙ্গে পূর্বাংশের সংযোগ ঘটিয়েছে। এর দখল নিতে পারলে টাইগ্রিস নদীর ওপরকার ৫টির মধ্যে ৩টির দখল আসবে ইরাকী বাহনীর কাছে।

ইসলামিক ষ্টেটের কব্জা থেকে মসলের দখল প্রতিষ্ঠার লক্ষ্যে ইরাকী অক্টোবর থেকে প্রচারণা চালিয়ে আসছে। ইসলামিট ষ্টেট যোদ্ধাদেরকে হঠিয়ে অনেক আগেই মসলের পূর্বাংশের নিয়ন্ত্রন নেয় ইরাকী বাহিনী। ঘনবসতিপূর্ন পশ্চিমাঞ্চলের দখল নিতে ইরাকী বাহিনী শক্তিশালী অভিযান শুরু করে।

XS
SM
MD
LG