অ্যাকসেসিবিলিটি লিংক

তোমরা আমাদের পরাজিত করতে পারবে না: জঙ্গিদের উদ্দেশ্যে সুইডেনের প্রধানমন্ত্রী


সুইডেনের রাজধানী স্টকহোম। শান্তি আর নোবেলের শহর হিসেবে খ্যাতি দুনিয়া ব্যাপী। শুক্রবার বিকালে শহরটির স্বাভাবিক চিত্র মুহুর্তে বদলে যায়। শান্তির বদলে আতঙ্ক ভর করে জনমনে। হুড়োহুড়ি চারদিকে। একটি লরি সব ওলটপালট করে দেয়। ব্যস্ততম কুইন্স স্ট্রিটে হাজারো মানুষের ভিড়। বেলা তখন ২টা ৫৩ মিনিট। হঠাৎ করে লরিটি একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়ে। লরির চাপায় ৪ জনের মৃত্যু হয়। ১৫ জনকে নেয়া হয় হাসপাতালে। ঘাতক লরির চালকের আসনে এক জঙ্গি। যেমনটা ঘটেছিল ফ্রান্সের নিস শহরে। জার্মানির বার্লিনে। বেলজিয়াম ও লন্ডনে।

সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করেছেন। তিনি জঙ্গিদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা আমাদের পরাজিত করতে পারবে না।’

স্টকহোমে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী সুজাউল করিম বলছিলেন, তারা ভাল আছেন।

নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সুইডেনের রাজা-রানী ব্রাজিল সফরে ছিলেন। সফর সংক্ষিপ্ত করে ইতোমধ্যে দেশের পথে রওনা হয়েছেন। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। শুক্রবারের ঘটনায় ৩৯ বছর বয়স্ক একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লন্ডন থেকে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

XS
SM
MD
LG