অ্যাকসেসিবিলিটি লিংক

দরজায় তালা, খালেদা গাড়িতে বসে রইলেন


হলের দরজায় তালা। পুলিশ দরজা পাহারা দিচ্ছে। বলছে, নিরাপত্তাজনিত কারণে এখানে সভা করা যাবে না। খালেদা হটলেন না। গাড়িতেই বসে রইলেন প্রায় এক ঘণ্টা। চারপাশ ঘিরে রেখেছে তখন ছাত্রদলের কয়েক হাজার নেতা-কর্মী। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। খালেদা জিয়া প্রধান অতিথি। দুপুর থেকেই সেখানে উত্তেজনা। দুটি ককটেল বিস্ফোরণে উত্তেজনা ছড়ায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, হলের অনুমতি নেয়া আছে। তারপরও নানা অজুহাতে তাদেরকে সভা করতে দেয়া হচ্ছে না। এর মধ্যেই বিকেল ৪টা ২০ মিনিটে খালেদা জিয়া সভাস্থলে আসেন। দরজা বন্ধ দেখে গাড়িতেই অপেক্ষা করতে থাকেন। প্রায় ১ ঘণ্টা পর দরজা খুলে দেয়া হলে খালেদা জিয়া ভেতরে যান। বক্তৃতার শুরুতেই খালেদা এই ঘটনার কড়া সমালোচনা করেন। বলেন, গোটা বাংলাদেশ এখন এক কারাগারে পরিণত হয়েছে। তার ভাষায়, মুক্ত শুধু শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। বেগম জিয়া বলেন, বিএনপি নির্বাচনের দল। আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবে না। আমরা নির্বাচন করবো। তবে শেখ হাসিনার অধীনে নয়। নিরপেক্ষ সরকারের অধীনে।
ওদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে তিন বছর আগে বাসে পেট্রোল বোমা মেরে ৮ জনকে পুড়িয়ে হত্যার মামলায় খালেদা জিয়াসহ ৫৫ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00


XS
SM
MD
LG