মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনে মুবারককে , ২০১১ সালে তাঁর বিরুদ্ধে বিদ্রোহের সময়ে বিক্ষোভকারীদের হত্যার সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন।
এই ক্ষমতাচ্যূত নেতার বিরুদ্ধে সব অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে সেই ঘোষণাটি দেবার আগে বিচারক আদালত কক্ষ ভর্তি লোকজনের সঙ্গে কথা বলেন। রায় ঘোষণার পর আদালত কক্ষ উল্লাসে ফেটে পড়ে। মি মুবারকের ছেলেরা এবং তাঁর সঙ্গে অন্য আসামিরা তাঁর কপালে চুমু দেন। মি মুবারক স্ট্রেচারে বসে রায় শোনেন।
তাঁর দীর্ঘ রায়ে বিচারক সাংবাদিকদের বলেন যে এই সিদ্ধান্ত ব্যাখ্যা করে ১৪৩০ পাতার এই মামলা সম্পর্কে না পড়ে তারা যেন কোন মন্তব্য বা বিশ্লেষণ না করেন ।
মি মুবারকের স্বরাষ্ট্র মন্ত্রী এবং আরও ছয় জন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা , যাদের বিরুদ্ধে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ ছিল , তাদেরকেও বেকসুর খালাস দেওয়া হয়েছে।
৮৬ বছর বয়সী মুবারককে দূর্নীতির অভিযোগ থেকেও খালাস দেওয়া হয় । তবে বর্তমানে তিনি তহবিল তসরুফের দায়ে তিন বছরের কারাদন্ড ভোগ করছেন।