অ্যাকসেসিবিলিটি লিংক

মোবারক বিচারের রায় নিয়ে পার্থ ব্যানর্জির সাক্ষাত্কার


মিশরের সর্ব সাম্প্রতিক বিচারের রায় দেখবার পর বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ করে বিকাশমুখি বিশ্বের সূশীল সমাজের অনেকেই বলছেন , সাবেক স্বৈরশাসকদের বেশিরভাগই ক্ষমতা থেকে বিচ্যুত হবার পর , প্রায় দেখা যায় , বিচারের ফাঁক ফোঁকোর দিয়ে পার পেয়ে যায় , তা সে সহানুভূতিই হোক বা শাসন আমলের কৃপাধন্য মহলের মদত বা সুপারিশের সুবাদেই হোক ,এই প্রেক্ষিতে মোবারক সংশ্লিষ্ট রায়ের মূ্ল্যায়ন এবং আরব বসন্তের সূচনা হয়েছিলো যে তাহরীর চত্বর থেকে সেখানেই আবার মুবারক বিরোধীরা রায়ের প্রতিক্রিয়ায় প্রথম চোটে উত্ফুল্ল হর্ষ ব্যক্ত করার পর পরই আবার আগের মতো বিরোধী অবস্থান ফিরে যাচ্ছেন কেন । এছাড়াও , ইতিমধ্যে এই সামনেই ফিরতি দফার গূরুত্বপুর্ন প্রেসিডেন্ট নির্বাচনে ব্রাদারহূডের মোহাম্মেদ মোরসী আর মোবারক আমলের আহমেদ শফিক পরস্পর মুখোমুখি হতে চলেছেন – এখানে সমর্থন মাত্রা দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে , নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে পরিণতি আশা-আশংকার দাঁড়িপাল্লয় কেমন হতে পারে সে সম্ভাবনা বিষয়ে মিশরের সাবেক প্রেসিডেণ্ট হোসনী মোবারকের যাবজ্জীবন কারাদন্ড ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলি নিউ ইয়র্কের এম্পায়ার স্টেইট কলেজের অধ্যাপক,মানবাধিকার মতাদর্শী প্রফেসার পার্থ ব্যানার্জীর সঙ্গে ।

XS
SM
MD
LG