অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবুয়ের দীর্ঘ সময়ের শাষক রবার্ট মুগাবেকে গৃহবন্দী করা হয়েছে


জিম্বাবুয়ের দীর্ঘ সময়ের শাষক রবার্ট মুগাবেকে গৃহবন্দী করা হয়েছে।

দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট বলেছেন সেনাবাহিনীর সহায়তায় ৩৭ বছর ধরে জিম্বাবুয়ের ক্ষমতায় থাকা মুগাবেকে ক্ষমতাচ্যুত করার এটি একটি প্রয়াস বলে মনে হচ্ছে।

Southern African Development Community (SADC) এর চেয়ারম্যান প্রেসিডেন্ট জ্যাকব জুমা এক বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তাকে জানিয়েছেন তিনি গৃহবন্দী তবে ঠিক আছেন।

এ মাসের শুরু দিকে মুগাবে তাঁর দেশের উপ-প্রধান, ভাইস প্রেসিডেন্ট এমারসন ম্যাংগাগাওয়াকে বরখাস্ত করেন এবং ফার্ষ্ট লেডীকে সেই পদে বহাল করবেন বলে শোনা যায়। এর পর থেকেই মুগাবে বিরোধী প্রয়াস শুরু হয়।

মুগাবেকে গৃহবন্দী করার পর রাজধানী হারারেসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর ট্যাংকের টহল দেখা যায়। সেনা প্রধান বলন মুগাবে বাড়াবাড়ি করলে তিনি ক্ষমতা দখল করবেন। ৫ নভােম্বর ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করার পর থেকে শুরু হওয়া বিক্ষোভ থেকে কয়েক ডজনকে গ্রেফতার করা হয়।

XS
SM
MD
LG