অ্যাকসেসিবিলিটি লিংক

উগান্ডার দীর্ঘকালীন প্রেসিডেন্ট আবারো ক্ষমতায় 


উগান্ডার দীর্ঘকালীন শাসক, ওয়েরি মুসাভেনি সাম্প্রতিক নির্বাচনে জয়লাভের পর. ৬তম বারের মতো ক্ষমতায় আসীন হলেন I ৭৬ বছর বয়সী, মুসাভেনি ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আসীন এবং যিনি আফ্রিকার অন্যতম দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট I সাম্প্রতিক নির্বাচনে তিনি বিরোধী দল ও সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দিতে কঠোর সহিংস অভিযান চালান I

মুসাভেনি দেশের জনপ্রিয় সংগীত শিল্পী থেকে বলে যাওয়া, রাজনীতিক, রবার্ট কাগুলনাই বা ববি ওয়াইনের সঙ্গে জোর প্রতিদ্বন্দিতার মুখে পড়েন, যার রয়েছে ৩০ বছরের নিচে ৩/৪ জনগোষ্ঠীর এক বিপুল সমর্থন I

ববি ওয়াইনকে নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে, তাঁর কাম্পালা বাড়িতে কঠোর প্রহরায় রাখা হয় I তাঁর সমর্থকেরা জানান তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন I উগান্ডার বিরোধী দলগুলি জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচনের রায়কে প্রত্যাখ্যান করেছে I

XS
SM
MD
LG