অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলমানদের বিরুদ্ধে ভারতে উষ্কানীমূলক হামলা বৃদ্ধি


ভারতে করোনা সংক্রমণ সম্পর্কিত বহু উষ্কানীমূলক ঘটনা বৃদ্ধি পেয়েছে মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধেI স্বাস্থ্য দপ্তর জানায় যার ৩০ শতাংশই দিল্লিতে অনুষ্ঠিত তাবলীগ জামাতের সঙ্গে সংশ্লিষ্টI তারপর থেকেই হিন্দু চরমপন্থীরা মুসলমানদের বিরুদ্ধে হামলা বৃদ্ধি করেছে "করোনা জিহাদ"শুরু করার অভিযোগ তুলেI ভারতে পর্যবেক্ষকেরা তাবলিগী জমায়েতের সঙ্গে ভাইরাসকে সম্পৃক্ত করা ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেনI তাঁরা বলেন, এতে দেশজুড়ে ধর্মীয় বিদ্ধেষ আর সহিংসতা বহুলাংশে বৃদ্ধি পেতে পারেI

University of Delaware 'র প্রফেসর, ডক্টর মুক্তাদের খান বলেছেন, ভারত জুড়ে করোনা ভাইরাস ছড়ানোর জন্য মুসলমানদের দোষারোপ করা হবে ভয়ংকর এবং বৈষম্যমূলকI

XS
SM
MD
LG