অ্যাকসেসিবিলিটি লিংক

দু-টুকরো হোল বিপন্ন তেল ট্যাঙ্কার, এম. ভি.ওয়াকাশিও  


মরিশাসের জাতীয় দুর্যোগ দল, এক বিবৃতিতে জানায়, মরিশাসের উপকূলে প্রবাল প্রাচীরে ধাক্কা লেগে বিপন্ন ট্যাংকার জাহাজটি, শনিবার বিকেল নাগাদ দু-টুকরো হয়ে যায়I জাহাজটি থেকে তেল নিঃসরণের কারণে উপকূলে পরিবেশগত এক মহা বিপর্যয়ের সৃষ্টি হয়েছেI এই দুর্ঘটনায় শুধু সামুদ্রিক প্রাণীকুলের জীবন বিপন্ন হয়নি, মরিশাসের প্রধান আয়ের উৎস,পর্যটন শিল্পকে তা ব্যাহত করেছেI মরিশাস সবেমাত্র করোনা সঙ্কট কাটিয়ে উঠতে শুরু করেছিলI

যে প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মল পানির খোঁজে ভ্রমণ পিপাসু পর্যটক দল এখানে ভিড় জমাতেন, তাদের অনেকেই হয়তবা বিকল্প স্থান বেছে নিয়েছেনI

উদ্ধারকারী দল জাহাজে অবশিষ্ট ১৬৬ টন তেল উদ্ধারের প্রয়াস চালাচ্ছেনI জাপান সরকার ক্ষতি নিরুপনের জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেI

XS
SM
MD
LG