অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার ১০০ জনেরও বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে


মিয়ানমার এক সাধারণ ক্ষমার আওতায় ১০০ জনেরও বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। এটি হচ্ছে আওন সান সু চি‘র প্রথম সরকারী সিদ্ধান্ত। সূচি নিজেও একজন রাজনৈতিক বন্দী ছিলেন এবং এখন নতুন এই অসামরিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।

সরকার পরিচালিত গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার পত্রিকা আজ লিখছে যে, গোটা দেশে ১১৩ জন রাজনৈতিক বন্দীকে ছেড়ে দেওয়া হচ্ছে। মানবাধিকার গোষ্ঠিগুলোর অনুমান মিয়ানমারে ৫০০ জনেরও বেশি বিবেক বন্দী মানুষ আটক রয়েছে।

আওন সান সু চি বৃহস্পতিবার এই মুক্তির কথা ঘোষণার পর স্বজন ও বন্ধুরা জেল গেইটে ভিড় করেন। আসন্ন বৌদ্ধ নববর্ষ উপলক্ষে এই বন্দীদের ছেড়ে দেওয়া হচ্ছে। গতকাল যাদের মুক্তি দেওয়া হয় তাদের স্বজনেরা সানন্দে ফুল দিয়ে, আলিঙ্গন করে তাদের স্বাগত জানান।

তবে এই আনন্দ উদযাপনের মধ্যেই, মধ্যাঞ্চলের মান্দালয় শহরের একটি আদালত মিয়ানমারের উত্তরাঞ্চলে বেআইনী ঘোষিত কাচিন মুক্তি সেনার সঙ্গে সম্পৃক্ত দু'জন শান্তি সক্রিয়বাদীকে দোষী সাব্যস্ত করেছে।

XS
SM
MD
LG