অ্যাকসেসিবিলিটি লিংক

নেপিত’তে মঙ্গলবার বাংলাদেশ-মিয়ানমার বৈঠক, স্বাক্ষরিত হবে দুটি সমঝোতা স্মারক


Map of Bangladesh
Map of Bangladesh

মিয়ানমারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল অবস্থান করছেন নেপিত’তে। ওখানেই হরাইযান লেকভিউ হোটেলে আগামীকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ-মিয়ানমারের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

তারপর দুপুরে মধ্যাহ্ন ভোজের সঙ্গে আয়োজিত হবে দু’দেশের মধ্যকার মন্ত্রী পর্যায়ের আলোচনা বৈঠক। বৈঠকের শেষ প্রান্তে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত মোতাবেক স্বাক্ষরিত হবে দু’দেশর মধ্যে মেমোরেন্ডাড অফ আন্ডারস্ট্যান্ডিং। আর তা সম্পন্ন হবে মূলত: দু’টি বিষয়কে কেন্দ্র করে। প্রথমত, নিরাপত্তা ও আনুষ্ঠানিক সংলাপ ভিত্তিক পারস্পরিক সহযোগিতা এবং দ্বিতীয়ত বর্ডার লিয়াঁজো অফিসের মধ্যেকার পারস্পরিক যোগাযোগ।

দিন শেষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হবে বলে জানানো হয়েছে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে আমরা এ তথ্য সংগ্রহ করেছি।

XS
SM
MD
LG