অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে ক্ষমতাসীন দলের আইন উপদেষ্টাকে হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ


জাতিসংঘের কর্মকর্তারা মিয়ানমারের ক্ষমতাসীন দলের একজন আইন উপদেষ্টাকে হত্যার নিন্দা জানিয়েছে এবং ঐ হত্যাকান্ডের "সঠিক, কার্যকর, নিরপেক্ষ" তদন্তের আহবান জানিয়েছে।

মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি Ko Ni রবিবার গুলিবিদ্ধ হয়ে মারা যান, যখন তিনি ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। ঐদিন তিনি বিদেশ সফর শেষে মিয়ানমারে ফিরে এসেছিলেন।

হামলায় একজন ট্যাক্সি চালকও আহত হয়। কর্মকর্তারা বলছেন, বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত Yanghee Lee বলেন, তার মৃত্যুতে মানবাধিকার রক্ষাকর্মী ও মিয়ানমারের ভয়াবহ ক্ষতি হয়েছে।

মিয়ানমারের প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেন, সন্দেহভাজন আক্রমণকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

XS
SM
MD
LG